ইনসাইড গ্রাউন্ড

সালাহ শতভাগ ফিট, খেলবেন উরুগুয়ের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

এবারের রাশিয়া বিশ্বকাপে মিসরকে নিয়ে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে মানুষের মনে। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বিশ্বকাপে মিশরীয় ‘মেসির’ খেলা দেখার জন্য। কিন্তু শঙ্কায় ছিল সালাহ ইনজুরি। অবশেষে সেই শঙ্কাকে দূর করলেন কোচ হেক্টর কুপার।

মিসরের কোচ হেক্টর কুপার জানিয়েছেন, সালাহ শতভাগ ফিট এবং উরুগুয়ের বিপক্ষে তিনি খেলছেন। আজ সালাহর ইনজুরির প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘সালাহ খুব দ্রুত উন্নতি করছে। আমরা আজ তাঁকে শেষবারের মতো দেখব। তবে আমি আপনাদের শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি সালাহ খেলছেন।‘

তিনি আরও বলেন, ‘সালাহ প্রতিদিন তিনটি ট্রেনিং সেশনে যোগ দিচ্ছেন। সে ডাক্তারদের সঙ্গে, নিজে আলাদা এবং ফিজিওর দেয়া আলাদা অনুশীলন করছে। আমরা তাঁকে মনোবিদ দিয়েও আলাদা ট্রেনিং করাচ্ছি।‘

সালাহ খেললে বিপদ থাকছে কিনা এই প্রশ্নে কুপার বলেন, ‘আমরা তাঁর খেলার ঝুকিকে লুকাতে পারবো না। খেলা না খেলা আমরা সালাহর ওপর ছেড়ে দেব। কিন্তু আমি তাঁকে চিনি। তাই এটাও জানি সে ভয় পায় না এবং সে খেলছে।‘  

আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মিশর ও উরুগুয়ে। ম্যাচটি এবার আলাদা ভাবে গুরুত্ব পাবে মিসরের কারনে। মিসরের সালাহ দুর্দান্ত পারফর্ম করে বাছাই পর্ব থেকে একাই টেনে তুলেন দলকে।  

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭