ইনসাইড গ্রাউন্ড

পর্দা উঠল বিশ্বকাপের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। দেশটির রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রায় ৮১ হাজার দর্শক নিয়ে চলছে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা। এবার সঙ্গীত দিয়েই পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বিভিন্ন ধরনের মিউজিক্যাল শো। সেই সঙ্গে দেখা যাবে প্রত্যেকটি দেশের পতাকা নিয়ে একটি মনোমুগ্ধকর র‌্যালি। সেই সঙ্গে থাকবে ৫০০ নৃত্য কর্মী রাশিয়ান সংস্কৃতিকে তুলে ধরার নৃত্য। এছাড়া শারীরিক কসরতও দেখানো হবে যা রাশিয়ার ঐতিহ্যকে বহন করবে।

থাকছেন ১৯৯০ সালের পপ আইকন রুবি উইলায়াম। এছাড়া এবারের বিশ্বকাপের থিম সংও পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘লিভ ইট আপ’ শিরোনামের থিম সংটি গেয়ে শোনাবেন নিকি জ্যাম, উইল স্মিথ ও ইরা ইস্ত্রোফির মতো তারকারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। খেলা শুরু হবে রাত ৯ টায়। আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা পরিচালনা করবেন ম্যাচটি।


বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭