ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ‘হাস্যকর’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2018


Thumbnail

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রভাব অনেক। কারণ এই ধরনের আয়োজনে অনুষ্ঠান সুন্দর না হলে টুর্নামেন্টের শুরুটাই যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। যেমন ধরা যাক ২০১২ লন্ডন অলিম্পিক গেমসের কথা অথবা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কথা। দুটি আসরের উদ্বোধনী অনুষ্ঠানই এখনও ক্রীড়াপ্রেমীদের মনে দাগ কেটে আছে। জাপান-দ. কোরিয়া বিশ্বকাপেই ছিল জমকালো উদ্বোধন।

কিন্তু রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনে তেমন কোনো আয়োজনই দেখা গেল না। বলা যায় প্রকার সাদামাটা উদ্বোধন দেখল ফুটবল বিশ্ব। যা ফুটবল বিশ্বকাপের স্বরণকালের ইতিহাসে এর আগে কখনও হয়নি।

ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা প্রথমে মাঠে আসে। এরপর আসেন  ‘গ্লোবাল মিউজিক আইকন’ খ্যাত রবি উইলিয়াস। মনোমুগ্ধকর পরিবেশনায় কিছুটা বিমোহিত হয় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের হাজারো দর্শক। কিন্তু এর ১৫ মিনিট পরেই যেন সব শেষ। কথা ছিল উইল স্মিথ এবং নিকি জেমসদের থিম সং পরিবেশনার কিন্তু সেটাও দেখা গেল না। কত কিছুই তো শোনা গিয়েছিল। কিন্তু রাশিয়া বিশ্বকাপের গোড়াতেই যেন গলদ দিয়ে শুরু হলো।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭