ইনসাইড পলিটিক্স

ফখরুলকে বয়কট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/06/2018


Thumbnail

লন্ডন থেকে ফেরার পর দলের সিনিয়র নেতারা দেখা করছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। দেশে ফিরেই ফখরুল গাজীপুর নির্বাচন নিয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠক ডেকেছিলেন। কিন্তু ড: খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ড: আবদুল মঈন খান সহ গুরুত্বপূর্ণ নেতারা কেউই উপস্থিত ছিলেন না। গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব আবার সিনিয়র নেতাদের বৈঠকে আমন্ত্রন জানান। ঈদের দিনের কর্মসূচী নিয়ে এই বৈঠক হবার কথা ছিলো। কিন্তু কালও দলের সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুলকে এড়িয়ে যান। বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, কারো সঙ্গে পরামর্শ না করে গোপনে লন্ডন সফর এবং স্থায়ী কমিটির অগোচরে তিন নেতার ভারত সফর নিয়ে বিএনপিতে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ‘মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন আমাদের না জানিয়ে। অথচ অনেক বিষয় ছিলো যেগুলো তারেক সাহেবের সঙ্গে আলোচনার দরকার ছিলো।’ ওই নেতা বলেন, ‘ফখরুল সাহেব কি এজেন্ডা নিয়ে গেলেন, কি কথা বললেন, আমরা কিছুই জানতাম না। এভাবে তো দল চলতে পারে না।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার মনে করেন, ‘স্থায়ী কমিটি হলো দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী সংস্থা। অথচ ইদানিং দলে স্টান্ডিং কমিটিকে বাইপাস করে অনেক কিছু হচ্ছে। এটা কাম্য নয়।’

বিএনপির আরেকজন সিনিয়র নেতা বলেছেন, ম্যাডাম অ্যারেস্ট হবার পর আমরা চেয়েছিলাম সম্মিলিতভাবে দল পরিচালিত হবে। যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। কিন্তু মির্জা ফখরুল তার গোপন এজেন্ডা বাস্তবায়নে একক সিগ্ধান্তে দল চালাচ্ছেন।‘

একাধিক সূত্র বলছে, ঈদের পর এসব নিয়ে বিএনপিতে মতবিরোধী আরো বাড়বে। স্থায়ী কমিটি মহাসচিবের কতৃত্ব নিয়ে প্রশ্ন তু্লবে বলেও জানা গেছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭