ওয়ার্ল্ড ইনসাইড

ধর্মগুরুর আশ্রম থেকে ‘নিখোঁজ’ ৬০০ নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2018


Thumbnail

ভারতে স্বঘোষিত ধর্মগুরু দাতী মহারাজের আশ্রম থেকে ৬০০ নারী শিষ্য নিখোঁজ হয়েছেন।

তাঁর একাধিক আশ্রমের মধ্যে দক্ষিণ দিল্লির ফতেপুর এলাকার আশ্রমটি অন্যতম। এই আশ্রমটির নাম ‘শ্রী শান্তি ক্ষেত্র’। এই আশ্রমের এক নারী শিষ্য গত সোমবার মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। স্থানীয় ফতেপুর বেরি থানায় মামলাটি দায়ের করেন তিনি।

ওই তরুণী জানান, তিনি প্রায় এক দশক ধরে দাতী মহারাজের শিষ্য ছিলেন। ২০১৬ সালে তাঁকে ধর্ষণ করেন ধর্মগুরু ও তাঁর দুই সঙ্গী। এরপর তিনি আশ্রম থেকে পালিয়ে যান। মহারাজ অন্য নারী শিষ্যদেরও শ্লীলতাহানি করতেন বলে জানিয়েছে অভিযোগকারী।

ধর্ষণের মামলা দায়ের করার পর ধর্মগুরুর শিষ্যরা তাঁকে জীবননাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

দাতী মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দিল্লির মহিলা কমিশন।

গতকাল রোববার রাজস্থানে দাতী মহারাজের আশ্রমে হানা দেয় পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।এরপর থেকেই নিখোঁজ আশ্রমে থাকা ৬০০ নারী শিষ্য।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নারী শিষ্যরা নিজেদের ঘরে ফিরে গেছেন, নাকি তাঁদের অন্যত্র পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দাতী মহারাজের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে তারা।


বাংলা ইনসাইডার/ এএইচসি/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭