ওয়ার্ল্ড ইনসাইড

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2018


Thumbnail

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নাইজেরীয় সময় রোববার রাত পৌনে ১১টার দিকে বরনো প্রদেশের ডাম্বোয়া শহরে এই হামলার ঘটনা ঘটে। ঈদের ছুটি কাটিয়ে ফিরতে থাকা লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলার পর সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর রকেটচালিত গ্রেনেড ছোড়া হলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে দেশটির নিরাপত্তাবাহিনী। আত্মঘাতী হামলা চালাতে জঙ্গিগোষ্ঠীটি কিশোরী মেয়েদের ব্যবহার করেছে বলে সন্দেহ করছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ছয়জন কিশোরীকে আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মূলত রকেটচালিত গ্রেনেড হামলাতেই বেশি প্রাণহানি ঘটে।


বাংলা ইনসাইডার/ এএইচসি/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭