ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিকে নিয়োগ পাবে ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2018


Thumbnail

জুলাই মাসের প্রথম সপ্তাহেই ১০ থেকে ১২ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। একই সঙ্গে ৪ বছর আগে মামলায় আটকে যাওয়া ১০ হাজার জনের নিয়োগ প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে তারা। ফলে ২০ হাজারেরও বেশি তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

গত ২২ মে সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয় যার আওতায় আগামী পাঁচ বছরে দেড় লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ পূরণের উদ্দেশ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) অনুমোদন দেয় একনেক যে প্রকল্পের আওতায় জুলাই মাসে প্রথম ধাপে রাজস্ব খাতে  ১০ থেকে ১২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে জুলাই মাসে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪ সালে স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রমও চলছে একই সাথে। আগামী জুলাইয়ের মধ্যে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হবে।

সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুল চলছে প্রধান শিক্ষক ছাড়া। সহকারী শিক্ষকের ২০ হাজার পদও শূন্য। এসব শূন্য পদ পূরণের উদ্দেশ্যেই জোরেসোরে কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭