কালার ইনসাইড

‘রেস থ্রী’ তিন দিনেই ১০০ কোটি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2018


Thumbnail

বলিউডে ঈদ মানেই সালমান ধামাকা। এ পর্যন্ত ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আয়ের দিক থেকে সালমানের ছবি রয়েছে শীর্ষে। এবারো তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘রেস থ্রী’ অতীতের রেকর্ড ভাঙার পথেই রয়েছে। মুক্তির তিন দিন শেষে ছবিটি ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে।

‘রেস থ্রী’ নিয়ে এ পর্যন্ত সালমানের ৪টি ছবি ১০০ কোটির ঘরে প্রবেশ করলো। তিন দিনে ১০০ কোটি রুপি আয় করা সালমানের অন্য ছবিগুলো হচ্ছে- ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান।’ বলিউড ছবির বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইট বার্তায় এসব তথ্য জানায়।

ইতিমধ্যে ‘রেস থ্রী’ মাস কয়েক আগে মুক্তি পাওয়া ‘বাঘি ২’ ছবির আয়ের রেকর্ড ভেঙ্গে দেয়। টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি ২’ প্রথম তিন দিনে ৭৩ কোটি ১০ লাখ রুপি আয় করে। সালমানের ‘রেস থ্রী’ আয় করে ১০৬ কোটি ৪৭ লাখ রুপি।

প্রথম তিন দিনে আয়ের রেকর্ডে প্রথম স্থানে রয়েছে ‘পদ্মাবত’ ( ১১৪ কোটি)। যদিও ‘পদ্মাবত’ বর্ধিত সপ্তাহসহ পাঁচ দিনের হিসেব ধরা হয়েছিল। এর ঠিক পরের অবস্থানে রয়েছে ‘রেস থ্রী’।

মুক্তির পর ইন্টারনেটে ‘রেস থ্রী’ নিয়ে কিছু নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়লেও ছবিটির জয়রথ থামাতে পারেনি। কারণ সালমান বলে কথা। তাঁর ট্রেডমার্ক শারীরিক ভাষা, অ্যাকশন, সংলাপ সবই দর্শকদের মন কাড়ে। তাই বিশ্বকাপ ফুটবল চলা সত্ত্বেও সালমানের ছবি দেখতে প্রেক্ষাগৃহে ছুটে গেছেন দর্শক। ছবির সাফল্য অন্তত সেটাই প্রমাণ করে।

চলচ্চিত্র সমালোচকেদের ধারনা, ‘রেস থ্রী’ যেই গতিতে এগিয়ে চলছে তাতে প্রথম সপ্তাহ শেষে ছবিটি ৩০০ কোটি রুপি আয় করবে।

সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক অপরাধ চক্রকে ঘিরে গড়ে উঠেছে ‘রেস থ্রী’ ছবির গল্প। ছবিতে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শমসের সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। তাঁর দুই জমজ সন্তান সাঞ্জানা এবং সুরাজ চরিত্রে অভিনয় করেছেন ডেইজী শাহ ও সাকিব সালিম। সাঞ্জানা ও সুরাজের চক্ষুশূল সিকান্দার, যিনি আবার শমসেরের বেশ ঘনিষ্ঠ। ছবির মূল চরিত্র সিকান্দারের ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান। এছাড়া যশ চরিত্রে ববি দেওল এবং জেসিকা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।


বাংলা ইনসাইডার/ এইচপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭