ইনসাইড গ্রাউন্ড

কাল কলম্বিয়া নামছে জাপানের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2018


Thumbnail

আগামী কাল গ্রুপ ‘এইচ’ থেকে রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলম্বিয়া ও জাপান। আগামীকাল সন্ধ্যা ৬টায় সারানস্ক স্টেডিয়ামে দুই দল একে অপেরের বিপক্ষে লড়বে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ২। এছাড়াও বাংলাদেশের বেসরকারী টেলিভিশন মাছরাঙা টিভি ও নাগরিক টিভি এবং সরকারী টিভি চ্যানেল বিটিভিও খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়া দুর্দান্ত খেলা উপহার দিয়ে সবাইকে চমক দেখিয়ে দেয়। ১৯৯৮ সালের পর ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পেয়েই জেমস রদ্রিগ্রাজের অসাধারণ নৈপুণ্যে কলোম্বিয়া কোয়ার্টার ফাইনাল খেলে। ব্রাজিলের সঙ্গে দুর্দান্ত খেলেও হারতে হয় কলম্বিয়াকে। সেই দুঃখ ভুলে এবারের বিশ্বকাপে আবারও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে নামবে রদ্রিগাজের দল।

এশিয়ান জায়ান্ট বলা হয় জাপানকে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে জাপান। এরপর থেকে প্রত্যেক বিশ্বকাপেই এশিয়াকে প্রতিনিধিত্ব করে আসছে এই দলটি।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭