ইনসাইড পলিটিক্স

প্রশাসনে শীর্ষ দুই পদে পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2018


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রশাসনের শীর্ষ দুই পদে রদবদল হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব পদে পরিবর্তন আসছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অবসরে যাবেন ১৩ ডিসেম্বর। অন্যদিকে জনপ্রশাসন সচিব ড. মো. মোজাম্মেল হক খান অবসরে যাবেন ২ নভেম্বর। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, যেহেতু অক্টোবরেই নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তাই, তার আগেই প্রশাসনের এই দুই শীর্ষ পদে নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, তফসিল ঘোষণার পর শীর্ষপদে রদবদলে নির্বাচন কমিশনের সম্মতি প্রয়োজন হবে। এজন্য নির্বাচনী তফসিলের আগেই এই দুটি পদে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবের পদ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত: এই দুটি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমেই মাঠ প্রশাসন নিয়ন্ত্রিত হয়। জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধারণা করা হচ্ছে, এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । তার আগেই দুই শীর্ষ সচিব অবসরে যাবেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা নেই। নির্বাচনের বছরে সরকার খুব প্রয়োজন ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার পক্ষে। এই দুই শীর্ষ পদে কারা আসবেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনে নানা আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেন, জ্যেষ্ঠতম সচিব। সে হিসেবে এই দুই সচিবের পর জ্যেষ্ঠতম সচিব ড. জাফর আহমেদ খান। তিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন সচিব হিসেবে অনেক নামই আলোচিত হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বর্তমান শিক্ষাসচিব সোহরাব হোসাইন। তবে, এই দুই পদেই চূড়ান্ত মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭