ইনসাইড বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচনে ইসির ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2018


Thumbnail

গাজীপুরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে গতকাল। আগামী ২৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব বুধবার সকালে গাজীপুরে যাবেন। এদিন তারা দুপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২১ ও ২২ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৯ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে এবং ২৪ জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০৩ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

গাজীপুর জেলা নির্বাচন কমিশন শুত্রে জানা যায়, প্রায় ৯ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। ইতিমধ্যে প্রশিক্ষণার্থীদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন কমিশন সুত্রে আরও জানা যায়, গাজীপুর সিটি নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। এ কেন্দ্রগুলো চূড়ান্ত হওয়ার পর ভোটারদের নিয়ে ইভিএমে ভোটগ্রহণের মহড়া দেয়া হবে।

এ ছাড়াও গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র এবং টঙ্গীর আউচপাড়ার বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

উল্লেখ্য আগামী ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচন ভোট গ্রহন করা হবে। মেয়র পদে সাতজন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭