ওয়ার্ল্ড ইনসাইড

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2018


Thumbnail

প্রথমবারের মতো মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডার্ন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার  বিকেল ৪.৪৫ মিনিটে অকল্যান্ড সিটি হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় মা হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালেই সন্তানের জন্ম দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সন্তান জন্মের খবর জানিয়েছেন ৩৭ বছর বয়সী অ্যার্ডার্ন। তিনি লিখেছেন, ‘সুস্থ একটি কন্যাশিশুকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ওর ওজন হয়েছে ৩ দশমিক ৩১ কেজি। আপনাদের শুভকামনা ও দোয়ার জন্য ধন্যবাদ। আমরা ভালো আছি।’

গতবছর অক্টোবরে নির্বাচিত অ্যার্ডার্ন জানুয়ারিতে জানান, তিনি ও তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মা-বাবা হতে যাচ্ছেন।

নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী অ্যার্ডার্ন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। এসময় তার দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটারস। তবে তিনি মূল দায়িত্ব পালন করবেন এবং ছুটিতে থাকলেও মন্ত্রিসভার নথিপত্র পড়বেন বলে জানিয়েছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭