ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

আজ  গ্রুপ ‘ই’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। ব্রাজিল এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল। অপর দিকে কোস্টারিকা আছে ২৩ নম্বরে। তাই ব্রাজিল অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে।

তবে সুইসদের বিপক্ষে ড্র করে বেশ বিপাকে আছে সেলেসাওরা। শঙ্কায় পড়ে গেছে তাদের পরের রাউন্ডে যাওয়া। কাল ব্রজিল জিতে গেলে কোনো চিন্তা নেই কোচ তিতের। কিন্তু হারলে বা ড্র করলে কি হবে?

আজ নেইমাররা হারলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট হবে ১। তখন শেষ ম্যাচ জিতলে ব্রাজিলের পয়েন্ট হবে ৪। সে সময় পরের রাউন্ডের তরীটা অন্যদের বৈঠা দিয়ে বইতে হবে নেইমারদের। অর্থাৎ আজ কোস্টারিকার বিপক্ষে হারলে `কপালে বড় দুঃখ` আছে ব্রাজিলের। ড্র করলেও বিপদ। কারণ আজ ড্র করলে এবং পরের ম্যাচটা হারলে ব্রাজিলের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে বাদ পড়ে যাবে হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল।  কিন্তু আজ কোস্টারিকাকে হারাতে পারলে সব কঠিন হিসেব অনেকটাই সহজ হয়ে যাবে। তখন ব্রাজিলের পয়েন্ট হবে ৪। সেই সঙ্গে বেড়ে যাবে আত্মবিশ্বাস। তখন শেষ ম্যাচে সার্বিয়া তেমন একটা বাধা হয়ে দাড়াতে পারবে না।

তাই আজ নিঃসন্দেহে ব্রাজিলের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭