ইনসাইড গ্রাউন্ড

কোচের বহিষ্কার চাচ্ছেন মেসি-হিগুয়াইনরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

গতকাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলে হারার পর সমালোচনার ঝড়ে বিধ্বস্ত পুরো আর্জেন্টিনা শিবির। সেই উত্তাল ঝড় এখন আর্জেন্টিনা ড্রেসিং রুমেও।

কাল হারার পর থেকে উত্তপ্ত মেসিদের ড্রেসিং রুম। বিভিন্ন বিদেশি গণমাধ্যম থেকে জানা যাচ্ছে পুরো আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা একান্ত বৈঠক করেছে। সেই বৈঠকে নাকি কোচ সাম্পাওলিকে দল থেকে বহিষ্কারের জন্য আর্জেন্টিনা দলের সিনিয়র খেলোয়াড়রা দাবী তুলেছে। বৈঠকে এগুয়েরা, মেসি, হিগুয়াইন, মাশ্চেরানো সহ প্রায় সবাই উপস্থিত ছিলেন।

এদিকে সিনিয়র খেলোয়াড়দের দাবী মেনে নেওয়ার আর্জেন্টিনা বোর্ডের জন্য সহজ হবে না। কারন কোচ সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা বোর্ডের চুক্তি রয়েছে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। এর আগে বহিষ্কার করা হলে কোচ সাম্পাওলিকে ২০ মিলিয়ন অর্থ ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে।    

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭