ওয়ার্ল্ড ইনসাইড

এফ-৩৫ যুদ্ধবিমান পেল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

তুরস্কের বিমান বহরে যুক্ত হলো ৫ম প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধবিমান। গত বৃহস্পতিবার টেক্সাসে আনুষ্ঠানিকভাবে এফ-৩৫ নামে যুদ্ধবিমান হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।

তবে এখনই এ যুদ্ধবিমান যাচ্ছে না তুরস্কে, প্রশিক্ষণের জন্য আরো কিছু দিন যুক্তরাষ্ট্রেই থাকছে। ২০১৯ সালের দিকে এ বিমানগুলো তুরস্কে পাঠানো হবে বলে জানা গেছে।

তুরস্ক ১৯৯৯ সাল থেকে এই এফ-৩৫ নামক এই প্রজেক্টের সাথে কাজ করে আসছে। তুরস্ক আগামী বছরগুলোতে পর্যায়ক্রমে আরো ১০০ যুদ্ধবিমান পাওয়ার আশা প্রকাশ করেছে। ইতোমধ্যেই দেশটি ৩০ টি যুদ্ধবিমান গ্রহনের জন্য চেষ্টা চালাচ্ছে।

টেক্সাসের লকহেড মার্টিন কর্পোরেশনে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন লকহেড মার্টিন কর্পোরেশন ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা ইনসাইডার/জেড আই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭