ওয়ার্ল্ড ইনসাইড

কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধ্বংসের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

উত্তর কোরিয়া তাদের পরমাণু নিরস্ত্রীকরণের কাজে হাত দিয়েছে, এমনটিই জানান বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বৈঠকে ট্রাম্প। সভায় তিনি আরো বলেন, তাঁরা দূরপাল্লার ক্ষেপনাস্ত্রগুলোও উৎক্ষেপণ বন্ধ করে দিয়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা জানান, বৈঠকের পর উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা বন্ধের কোন কার্যক্রম তাদের চোখে পড়েনি। তবে গত মাসে কোরীয়ানরা একটি পারমাণবিক টানেল ধ্বংস করে সম্ভবত ট্রাম্প সেটাই বলতে চেয়েছেন বলে মনে করছেন তারা।

বৈঠকের শর্তমতে দেশটি তাদের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কবে শুরু করতে যাচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি। তবে খুব দ্রুতই অন্য পারমাণবিক কেন্দ্রগুলোও ধ্বংস করা হবে এমনটাই আশা প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বাংলা ইনসাইডার/জেডআই

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭