ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী খেলা দেখলেন, ব্রাজিল জিতল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

আওয়ামী লীগের মনোনয়ন কমিটির সভা চলছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা দেখছিলেন না। তখন মনোনয়ন কমিটির সভায় সিলেট, বরিশাল, রাজশাহীর নমিনেশন ফাইনাল হচ্ছিল। নমিনেশন ফাইনাল করে মিটিংয়ে মাগরিবের নামাযের বিরতী দেয়া হয়। প্রধানমন্ত্রী নামায শেষে খেলা দেখা শুরু করেন। ওখানে তাঁর ব্যক্তিগত কিছু স্টাফ ও রেদওয়ান সিদ্দিক ববি ছিলেন। খেলা দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বসলেন আর গোল হল। প্রধানমন্ত্রী হাসলেন, বললেন ওয়েট আরও গোল হবে। অমনি পাশের সবাই বলাবলি করলো, ব্রাজিল এতক্ষন গোল পেল না। শেখ হাসিনা বসল, অমনি ব্রাজিল গোল পেল। ব্রাজিলের জন্যও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাকি।

আজ প্রচণ্ড ব্যস্ততা ছিল তাঁর। কাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সে উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচী। বিকেলে দলের মনোনয়ন বোর্ডের সভায় বসেছেন। কিন্তু এতো ব্যস্ততার মধ্যেও আজ বিশ্বকাপে নজর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক। তবে সব ভালো দলের খেলাই তাঁর পছন্দ। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা বলেছেন, তিনি সকালেই ভবিষ্যৎ বাণী করেছেন আজ ব্রাজিল জিতবে এবং বেশ ভালোভাবেই জিতবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭