ওয়ার্ল্ড ইনসাইড

আগামী রবিবার থেকে গাড়ি চালাবেন সৌদি নারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

আগামী রবিবার থেকে আবারও গাড়ি চালাবেন সৌদি আরবের নারীরা। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। এর আগে এই নিষেধাজ্ঞা জারি করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

এ বিষয়ে সৌদি আরবের নানা স্তরের মানুষ জানিয়েছেন, এমন একটি সিদ্ধান্তের ফলে সামাজিক গতিশীলতার নতুন যুগ উন্মোচন হবে। নারীদের মুক্ত বিচরণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক নারী এখন নির্ভরতা থেকে মুক্ত হবে। অনেকে ব্যক্তিগত গাড়ি চালক অথবা পুরুষ আত্মীয়ের ওপর নির্ভর করতেন। তাদের আর নির্ভরশীল থাকতে হবে না। পাশাপাশি পারিবারিক ব্যয়ও কমে যাবে।

এর আগে চলতি মাসে নারীদের জন্য ড্রাইভিং লাইসেন্স ইস্যু শুরু করে সৌদি আরব।

বাংলা ইনসাইডার/ বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭