ওয়ার্ল্ড ইনসাইড

হাঙ্গর ভয়ঙ্কর?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2018


Thumbnail

সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী হাঙ্গর। কিন্তু গবেষণা প্রতিবেদন যা বলছে তাতে করে তাদের ভয়ঙ্কর নয় বরং নিরীহই মনে হবে।

হাঙ্গর যত মানুষ শিকার করে তার থেকে বহুগুণ বেশি হাঙ্গর শিকার করে মানুষ। প্রতিবছর গড়ে মাত্র ৬ জন মানুষ হাঙ্গরের আক্রমণে মারা যায়। আর ৭৫ থেকে ১০০ মিলিয়ন হাঙ্গর মানুষের শিকারে পরিণত হয়।

পৃথিবীতে প্রায় ৪০০ প্রজাতির হাঙ্গর আছে। এর মধ্যে মাত্র ৩ টি প্রজাতির হাঙ্গর মানুষকে আক্রমণ করে বা ক্ষতির কারণ হয়।

হাঙ্গরের এমন কয়েকটি প্রজাতি আছে যাদের দৈর্ঘ্য এত কম যে চাইলেই আপনি হাতের তালুতে ধরে রাখতে পারবেন। কলোম্বিয়া এবং ভেনেজুয়েলার সমুদ্রে এরকম হাঙ্গর দেখা যায়।

হাঙ্গর তিমি সবথেকে বড় সামুদ্রিক মাছ। এই প্রজাতির হাঙ্গর ৪০ফুট পর্যন্ত দীর্ঘ হয়। একটি হাঙ্গর তিমির ওজন হয় প্রায় ২০টন। তাদের দাঁত আছে। কিন্তু খাওয়ার কাজে সেগুলো তারা ব্যবহার করে না। সাধারণত তারা প্ল্যাঙ্কটন এবং ছোট চিংড়ি খেয়ে থাকে।

কয়েকটি প্রজাতির হাঙ্গর কখনোই সাঁতার কাটা বন্ধ করতে পারে না। বড় সাদা হাঙ্গর, টাইগার হাঙ্গর এবং ম্যাকো হাঙ্গর কখনোই নিশ্চল থাকতে পারে না। কারণ শ্বাস প্রশ্বাসের জন্য নড়াচড়া করতেই হবে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭