ওয়ার্ল্ড ইনসাইড

আগামীকাল তুরস্কে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের নির্বাচন। দেশটিতে একই সঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরূদ্ধে লড়বে ১ জন নারীসহ পাঁচ প্রার্থী।

এই নির্বাচনের ফলে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হয়ে একচেটিয়া সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটতে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের প্রায় দেড় বছর আগে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনমতের জরিপে এরদোয়ান এগিয়ে থাকলেও, এবারের প্রতিদ্বন্দ্বীদের অবস্থানও বেশ শক্ত। ১৫ বছরের শাসনে এটাই এরদোয়ানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তবে এরদোয়ান কী পারবেন এবারের নির্বাচনে তাঁর অবস্থান টিকিয়ে রাখতে, নাকি রাষ্ট্র শাসনে যুক্ত হচ্ছে নতুন কোনো নেতা, সেই প্রশ্নই এখন সবার!

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭