ওয়ার্ল্ড ইনসাইড

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

ইথিওপিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী আবি আহমেদের এক সমাবেশে গ্রেনেড বিস্ফোরনের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় এ বিস্ফোরনের ঘটে। বিস্ফোরনে কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন। হামলার সময় প্রধানমন্ত্রী সমাবেশে বক্তব্য রাখছিলেন। মূলত: তাঁকে লক্ষ্য করেই গ্রেনেড ছোঁড়া হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী মনে করেন, জনগণের ঐক্যবদ্ধ থাকলে হামলাকারীরা কখনোই সফল হতে পারবে না।

হামলাকারী সন্দেহে দেশটির পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭