টেক ইনসাইড

ফেসবুক ব্যবহারের সময়সীমা জানাবে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

ফেসবুক কেলেঙ্কারিতে পড়ুক বা তার সময় খারাপ যাক- নতুন চমক আনতে এই জায়ান্ট সামাজিক মাধ্যমটি কখনো থেমে থাকে না। একজন গ্রাহক দিনে, সপ্তাহে বা মাসে মোট কতো সময় ফেসবুকে কাটাচ্ছেন, এবার সেই তথ্যও জানিয়ে দেবে স্বয়ং ফেসবুক।

ফেসবুকে কতটা সময় ব্যয় হলো তা জানাতে ইয়োর টাইম অন ফেসবুক নামে একটি ফিচার আনতে যাচ্ছে তারা। জেন মানচ্যাঙ নামে এক প্রকৌশলী ফেইসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপ এই ফিচারের কোডটি শনাক্ত করেন। এর আগে অ্যাপলও একটি  ফিচার এনে ব্যবহারকারীদের কম্পিউটার ও স্মার্টফোনে কাটানো সময়ের হিসাব দেখানোর কথা জানিয়েছিল।

আগের সপ্তাহের প্রত্যোকটা দিন মোট কত সময় ব্যয় করা হয়েছে, তা এই ফিচারটির মাধ্যমে জানা যাবে। আর দিনে গড়ে কতখানি সময় ফেসবুকে থাকা হচ্ছে, সেটিও থাকছে এই ফিচারে। এই ফিচারে রয়েছে ডেইলি রিমাইন্ডার অপশন। যার মাধ্যমে ফেসবুকে থাকার সময়সীমাও নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। নির্ধারিত সময় পার হলে তা নোটিফিকেশনের মাধ্যমে সেটি জানিয়েও দেবে।

তবে এটি কবে ব্যবহারকারীদের সামনে আসছে তা এখনো জানা যায়নি। তবে ফেসবুক সূত্র বলছে, তারা এটি নিয়ে বর্তমানে গবেষণা চালিয়ে যাচ্ছে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭