ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের সংখ্যা কত। জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারেন গত বিশ্বকাপে জার্মানির ব্রাজিলের ৭ গোল হজমের রেকর্ডটি। কিন্তু তাঁর থেকেও বেশি গোল হজম করা দলও রয়েছে বিশ্বকাপে। আসুন জেনে নেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি।

১৯৮২ সাল (১০-১)|
হাঙ্গেরি গুণে গুণে ১০ টি গোল জালে হজম করিয়েছে এল সালভাদরকে। ১০ গোলের বিপরীতে মাত্র ১টি গোল দিতে পারে সালভাদর।  

১৯৫৪ (৯-০)
সবচেয়ে বেশি গোল দেওয়ার তালিকায় দ্বিতীয়তেও রয়েছে হাঙ্গেরি। তারা দক্ষিণ কোরিয়াকে ৯ টি গোল দেয়।

১৯৭৪ (৯-০)
জুগস্লোভিয়া ৯ টি গোল দিয়ে তালিকার তৃতীয়তে রয়েছে। প্রতিপক্ষ ছিল জায়ার  (বর্তমান কঙ্গো প্রজাতন্ত্র)।

এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড
১৯৫৪ সালে কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি এখনও এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছে। দুই দল মিলে এক ম্যাচেই ১২ টি গোল করে। ৭ টি গোল করে অস্ট্রিয়া জয়ী হয়। বিপরীতে সুইজারল্যান্ড ৫ টি গোল দিয়ে ব্যবধান কমায়।

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭