ওয়ার্ল্ড ইনসাইড

পার্লামেন্ট মাঠে গাঁজার চাষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

কোনও দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও নিরাপদ স্থান হলো পার্লামেন্ট। জাপানের জন্যেও তাই। তাছাড়া দেশটি ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। কারও কাছে গাঁজা পাওয়া গেলে নাকি পাঁচ বছর পর্যন্ত জেল। আর সেই দেশেই কিনা পার্লামেন্ট মাঠে গাঁজার চারা বেড়ে উঠছে।

হ্যাঁ, ঘটনা সত্য। জাপানের রাজধানী টোকিওর পাল্টামেন্ট মাঠে গাঁজার চারা বেড়ে উঠছে। জানা গেছে, এ বিষয়টি নিয়ে পাল্টামেন্ট কর্তৃপক্ষ বেশ নড়ে চড়ে বসেছেন।

গাঁজার চারা কীভাবে পার্লামেন্ট মাঠে জন্মালো, এ প্রসঙ্গে পার্লামেন্ট ‘ডুয়েট’র এক কর্মকর্তা বলেন, ‘বাতাসে ভেসে আসতে পারে কিংবা পাখিও এর বীজ ফেলতে পারে। সেখান থেকেই হয়তো এই মাদক গাছের জন্ম নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে টোকিও মেট্রোপলিটন সরকারকে বিষয়টি জানিয়েছি। তাঁরা দুই কর্মকর্তাকে সংসদ ভবন এলাকায় পরিদর্শনে পাঠায়। কর্মকর্তাদ্বয় বলেছেন, গাছটির বয়স দুই মাস হতে পারে।’

গাঁজার গাছ পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আবারও সংসদ ভবন এলাকা পরিদর্শন করা হবে বলেও ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭