ওয়ার্ল্ড ইনসাইড

১০০০ বেসামরিক মার্কিন বিমান কিনতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার বেসামরিক বিমান কিনতে চায় ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটিতে তেল ও গ্যাস আমদানি বাড়ানোর কথাও উল্লেখ করেছে দেশটি। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই এক হাজার বেসামরিক বিমান আগামী আট বছরের মধ্যে কিনবে ভারত। বিমানগুলো কিনতে দেশটির ৫০০ কোটি ডলার খরচ হবে। এছাড়াও তেল ও গ্যাস আমদানীতে আরও খরচ হবে ৪০০ কোটি ডলার। তবে ভারতের প্রতিরক্ষা সামগ্রী ক্রয় থেকে এই খরচ আলাদা বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, রবিবার ভারতের কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্যিক সমস্যা নিয়ে আলোচনা শুরু করবেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্কট। এছাড়া আগামী ৬ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। তবে বৈঠকের আগেই শুল্ক আরোপের ইস্যুটি সমাধানে আনতে চান তাঁরা।

আগামী কয়েক মাসের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত হবে বলেও জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বাংলা ইনসাইডার/ বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭