ইনসাইড গ্রাউন্ড

কাল হেরে গেলেই বিশ্বকাপ শেষ কলম্বিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

আগামীকাল বাঁচা-মরার ম্যাচে গ্রুপ ‘এইচ’ থেকে মাঠে নামছে পোল্যান্ড-কলম্বিয়া। খেলাটি বাংলাদেশ সময় রাত ১২টায় কাজান এরিনাতে অনুষ্ঠিত হবে। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করে। তাই কাল যেই হারবে সেই বাদ পড়বে বিশ্বকাপ থেকে। 

ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়া দুর্দান্ত খেলা উপহার দিয়ে সবাইকে চমক দেখিয়ে দেয়। ১৯৯৮ সালের পর ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পেয়েই জেমস রদ্রিগ্রাজের অসাধারণ নৈপুণ্যে কলোম্বিয়া কোয়ার্টার ফাইনাল খেলে। ব্রাজিলের সঙ্গে দুর্দান্ত খেলেও হারতে হয় কলম্বিয়াকে। আর এবার যেন সেই হার থেকেই বিশ্বকাপ শুরু করে তারা। প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তাই কাল হেরে গেলেই বাদ বিশ্বকাপ শেষ হয়ে যাবে রদ্রিগেজদের।

অন্যদিকে পোল্যান্ড ২০০৬ সালের পর আবার বিশ্বকাপের টিকেট পেয়েছে। এবারের বিশ্বকাপ নিয়ে মোট ৮ বার বিশ্বকাপ খেলেছে পোল্যান্ড। কিন্তু এবারের বিশ্বকাপের শুরুটাও ভালো হয়নি পোলিশদে। প্রথম ম্যাচে ২-১ গোলে সেনেগালের বিপক্ষে হেরে যায় তারা। তাই কাল তারাও হেরে গেলে বাদ পড়ে যাবে বিশ্বকাপ থেকে।   

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭