ইনসাইড গ্রাউন্ড

মার্কো রয়েসের দিকে তাকিয়ে জার্মানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2018


Thumbnail

যদি বাঁচা-মরার ম্যাচ বলতে কিছু থেকে থাকে, তাহলে আজকে সুইডেনের বিপক্ষে জার্মানির সেই ম্যাচ। প্রথম ম্যাচে হেরে খাঁদের কিনারায় দাড়িয়ে আছে জার্মানি। পা হড়াকালেই সামনে বিপদ। আজ ড্র করলেও যে আশা টিকে থাকবে তাও নয়। হেরে গেলে ১৯৩৮ সালের পর আবার প্রথম রাউন্ড থেকে বাদ পড়েবে জোয়াকিম লোর দল। আর সুইডেন জিতে গেলে ছয় পয়েন্ট নয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে। 

জ্বলে উঠবেন যারা
আজ জার্মানির হয়ে আলো ছড়াতে পারেন মার্কো রয়েস। আগের ম্যাচে ছিলেন না প্রথম একাদশে। নেমেছিলেন বদলি হিসেবে। তাই আজ সুইডেনের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাঁকে। দুরন্ত গতি দিয়ে সুইডিশ রক্ষণকে ভোগাতে পারেন রুয়েস।

অন্যদিকে, জার্মানদের মাথাব্যাথার কারণ হবেন সুইডিশ উইঙ্গার এমিল ফোর্সবার্গ। আজ জার্মানদের চিন্তার কারণ হতে পারেন সুইডিশ উইঙ্গার এমিল ফোর্সবার্গ। জার্মান ক্লাব লেইপজিগের হয়েই খেলার কারণে, জার্মান ফুটবল সম্পর্কে তাঁর ভালোই জ্ঞান আছে।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭