ইনসাইড গ্রাউন্ড

এগিয়ে গেল সুইডেন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

যেটার ভয় ছিলো তাই হলো। সুইডেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ল জার্মানি। ম্যাচের ৩২ মিনিটে ওলা টয়োভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ১-০।

ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে জার্মানি। আজও মেক্সিকোর ম্যাচের মতো জার্মানির অ্যাটাককে উদ্দেশ্যহীন মনে হয়েছে। বার বার সুইডেনের রক্ষণে হানা দিলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি মুলাররা। উল্টো সুযোগ পেয়ে ম্যাচের ৩২ মিনিটে ক্লাসেন এর দেয়া উড়াল পাসে ম্যানুয়েল নয়্যারের মাথার উপর দিয়ে বল চিপ করে দেন ওলা টয়োভোনেন। বলটি এক দুই তিন করে চলে যায় জার্মানির জালে। এগিয়ে যায় সুইডেন। এরপর প্রথমার্ধে অনেক চেস্টা করেও আর গোলের দেখা পায়নি ক্রুস-রয়েসরা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

এদিকে, প্রথম ম্যাচে হেরে খাঁদের কিনারায় দাড়িয়ে আছে জার্মানি। পা হড়াকালেই সামনে বিপদ। আজ ড্র করলেও যে আশা টিকে থাকবে তাও নয়। হেরে গেলে ১৯৩৮ সালের পর আবার প্রথম রাউন্ড থেকে বাদ পড়েবে জোয়াকিম লোর দল। আর সুইডেন জিতে গেলে ছয় পয়েন্ট নয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭