ওয়ার্ল্ড ইনসাইড

আজ থেকে গাড়ি চালাচ্ছেন সৌদি নারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

‘নারীদের গাড়ি চালানোর বিষয়ে আমি সত্যিই অভিভূত। এখন থেকে নারীরা বাইরে কাজ করতে পারবেন আরও নিরাপদ ও স্বাধীনভাবে, এমনটাই আশা করি।’

সৌদি নারীরা আজ রোববার থেকে দেশটিতে গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন। বিষয়টি নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন সৌদি নারী হিসাহ আল আজাজি।

গত বছর সৌদির যুবরাজ নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার ঘোষণা দেন, তারই আনুষ্ঠানিকতার শুরু হচ্ছে আজ। নারীদের বিষয়ে সৌদি সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌদির নারী অধিকার কর্মীরা।

বেশ কয়েক সপ্তাহ ধরেই দেশটির সরকার সেই অনুমতি বাস্তবায়নের লক্ষ্যে নারীদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণ বিষয়ক নানা কর্মসূচি চালিয়ে আসছিল।

কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার কারণে ১৯৯০ সাল থেকে গাড়ি চালানোর জন্য আন্দোলন করে আসছিল সৌদি নারীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সেই আন্দোলন সফল হলো।

এখন থেকে নারীরা আর গাড়ির পেছনের সিটে নয়, ড্রাইভিং সিটে বসে নিজেরাই গাড়ী চালাবে। এর আগে সৌদি আরব ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। 

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭