ইনসাইড বাংলাদেশ

গাজীপুরে টহলে নেমেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় টহল দিতে শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোট গ্রহণের দুদিন আগেই সকালে গাজীপুর সিটিতে বিজিবি মোতায়েন করা হলো।

আজ রবিবার সকাল ১১টায় টঙ্গী মাদ্রাসা রোডে বিজিবির টহল দেখা যায়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ মূল সড়কে টহল দিচ্ছে বিজিবি।

আগে থেকেই নির্বাচন কমিশন নিশ্চিত করেছিলেন যে,  নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকে মাঠে নামছে বিজিবি, র‌্যাব, পুলিশ এপিবিএন ও আনসার বাহিনীর ১৫ হাজারেরও বেশি সদস্য। নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি নির্বাচনী এলাকায় ইসির পক্ষ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক ৫৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। এছাড়াও রয়েছে দেশি বিদেশি পর্যবেক্ষক।

এদিকে, বিজিবি মোতায়েনে গাজীপুর সিটি করপোরেশনে ভোটার এবং সাধারণ মানুষ স্বস্তিবোধ করছেন। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এবং উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭