ইনসাইড বাংলাদেশ

শেষ দিনের প্রচারণায়ও বৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের ৬ দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গাজীপুরে হানা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

সকাল থেকেই  মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় গাজীপুরে। এর মধ্যেই সকাল ৮টার দিকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। গাজীপুরে সবুজ ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ভোট চাইছেন তিনি। কাউলতিয়া ইউনিয়নে জনসংযোগ শেষে বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম কোণাবাড়ির চৌরাস্তায় প্রচারণা শুরু করেন। এরপর বিকেলে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপে জয়দেবপুর, গাছা, টঙ্গী মহাসড়কের দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন জাহাঙ্গীর আলমকে। এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সড়কে পথসভা হবে এবং ৫৭টি ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারণা চালাবেন।

অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার সকাল ১১টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচন সুষ্ঠু হলে তিনিই জিতবেন বলে প্রেস ব্রিফিং এ দাবি করেছেন বিএনপি প্রার্থী । টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল সংলগ্ন বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষে গাজীপুরে ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৭ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭