ইনসাইড বাংলাদেশ

প্রচারণায় তৎপর জাহাঙ্গীর, নিশ্চল হাসান সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

গাজীপুর সিটি নির্বাচনে ৬ দিনব্যাপী প্রচারণার শেষ দিনে আজ জনসংযোগ ও প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে দারুণ তৎপর দেখা যাচ্ছে। অন্যদিকে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার যেন অনেকটাই নিশ্চল, নিষ্প্রভ। 

সকালে কাউলতিয়া ইউনিয়নে জনসংযোগ শেষে বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম কোণাবাড়ির চৌরাস্তায় প্রচারণা শুরু করেন। এরপর বিকেলে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপে জয়দেবপুর, গাছা, টঙ্গী মহাসড়কের দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন জাহাঙ্গীর আলমকে। এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সড়কে পথসভা হবে এবং ৫৭টি ওয়ার্ডেও স্থানীয় নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারণা চালাবেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ প্রচারণার কাজেই নামেন বেশ দেরি করে, সকাল সাড়ে ১০টার দিকে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে তিনি কেবল একটি প্রেস ব্রিফিং করেছেন। আজ বেলা ১১টার দিকে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল সংলগ্ন বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। এরপর অনেকটা সময় কেটে গেলেও হাসান সরকারকে জনসংযোগ করতে বা অন্য কোনো ধরনের প্রচারণা কাজে অংশ নিতে দেখা যায়নি। বেলা ২ টা পর্যন্ত গাজীপুরে বিএনপি কার্যালয়ে নিশ্চল বসে ছিলেন হাসান সরকার।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭