কালার ইনসাইড

এবারের আইফা’র সেরা গায়ক অরিজিৎ সিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে ভারতীয় চলচ্চিত্রের সম্মানজনক পুরস্কার ‘আইফা’ অ্যাওয়ার্ডস। এবারের ১৯ তম আসরে মোট ১৯টি বিভাগে মনোনীতদের তালিকা চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে কারিগরি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

কারিগরি বিভাগে সেরা পুরুষ শিল্পীর পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং। ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবির ‘হাওয়ায়’ গানের জন্য তিনি এই পুরস্কার জিতেন। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ‘ম্যায় কোন হো’ গানের জন্য সেরা নারী শিল্পীর পুরস্কার জিতেছেন মেঘনা মিশ্র।

এদিকে কারিগরি বিভাগে রণবীর কাপুরের ‘জজ্ঞা জাসুস’ ছবি জিতেছে তিনটি পুরস্কার। ছবিটির সেরা আবহ সংগীতে প্রীতম চক্রবর্তী, সেরা কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি ও রুয়েল দুসুন বারিন্দানি, এবং স্পেশাল ইফেক্টস’র পুরস্কার জিতেছে ‘এন অয়াই ভিএফএক্স ওয়ালা’। আজ রাতে ঘোষণা করা হবে সেরা ক্যাটাগরির বিজয়ীদের নাম।

সেরা ক্যাটাগরিতে যাঁরা মনোনয়ন পেয়েছে:

সেরা চলচ্চিত্র 
বারিলি কি বারফি
হিন্দি মিডিয়াম
নিউটন 
টয়লেট - এক প্রেম কাথা

তুমহারি সুলু

শ্রেষ্ঠ পরিচালক

আস্বনি আইয়ার তিওয়ারি, বারি্লি কি বারফি
সকেত চৌধুরী, হিন্দি মিডিয়াম
অনুরাগ বসু, জজ্ঞা জাসুস
অমিত ভি মাসুরকার, নিউটন
সুরেশ ত্রিবেদী, তুমহারী সুলু 

শ্রেষ্ঠ অভিনেত্রী

আলিয়া ভাট,বদ্রীনাথ কি দুলহানিয়া
শ্রীদেবী, মম
জায়রা ওয়াসিম, সিক্রেট সুপারস্টার
ভূমি পেডনেকার, শুভ মঙ্গল সাবধান
বিদ্যা বালান, তুমহারি সুলু 

শ্রেষ্ঠ অভিনেতা

ইরফান খান, হিন্দি মিডিয়াম
রণবীর কাপুর, জজ্ঞা জাসুস
আদিল হোসেন, মুক্তি ভবন
রাজকুমার রাও, নিউটন
অক্ষয় কুমার, টয়লেট - এক প্রেম কথা 


পার্শ্ব অভিনেত্রী

সীমা পাহোয়া, বারিলি কি বারফি
টাবু, গোলামাল অ্যাগেইন
মেহের বিজ, সিক্রেট সুপারস্টার

 সীমা পাওয়া, শুভ মঙ্গল সাবধান
নেহা ধুপিয়া, তুমহারি সুলু

পার্শ্ব অভিনেতা


রাজকুমার রাও, বারেলি কি বারফি
দীপক দব্রিয়াল, হিন্দি মিডিয়াম
নওয়াজুদ্দিন সিদ্দিকী, মম
পঙ্কজ ত্রিপাঠি, নিউটন
বিজয় মৌর্য, তুমহারি সুলু 

সেরা গল্প

অমিত ভি মাসুরকার, নিউটন
সিদ্ধার্থ-গরিমা, টয়লেট- এক প্রেম কথা
সুরেশ ত্রিবেদী, তুমহারি সুলু

সেরা সংগীত পরিচালক

আমাল মল্লিক, তানিশক বাগচী, আখিল শচদেভা, (বদ্রিনাথ কি দুলহনিয়া)
প্রীতম, জজ্ঞা জাসুস
তানিক বাগচী, গুরু রান্ধা , রজত নাগালাম, অমর্ত্য রাহাত, শান্তনু ঘটক, ( তুমহারি সুলু)।     

বাংলা ইনসাইডার/এইচপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭