ইনসাইড গ্রাউন্ড

থ্রি-লায়ন্সের প্রতিপক্ষ দুর্বল পানামা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হারতে হয়েছে পানামাকে। আজ দ্বিতীয় ম্যাচে পানামা মুখোমুখি হচ্ছে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে।

ইংল্যান্ড দীর্ঘ ১২ বছর পর প্রথমারের মতো গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয়ের দেখা পায়। তাই আজ দ্বিতীয় ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে দেখা যাবে হ্যারি কেইনদের।

হ্যারি কেইনের সামনে রয়েছে একটি রেকর্ডের হাতছানি। ১৯৬২ সালের পর প্রথম কোন ইংল্যান্ড ফুটবলার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করবে। সেরা সময়ের মধ্যে আছেন কেইন। শেষ চার ম্যাচে তিনি ৫টি গোলের দেখা পেয়েছেন ইংলিশদের হয়।

অন্যদিকে পানামা অভিজ্ঞতা সম্পন্ন একটি দল গড়েছে এবারে। দলের ৭ জন খেলোয়াড়ের রয়েছে শতাধিক ম্যাচের অভিজ্ঞতা। কিন্তু তাদের দুর্বলতার জায়গাটাই হচ্ছে আক্রমন ভাগ। এখন পর্যন্ত সেই রকম ভাল মানের গোলস্কোরার তৈরি করতে পারেনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এই দলটি। ডিফেন্সটাও ততোটা উন্নত না। প্রায় ১১ জন খেলোয়াড় নিয়ে ডিফেন্স করা সত্ত্বেও বেলজিয়ামের কাছে ৩ টি গোল হজম করতে হয়েছে তাদের।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭