ওয়ার্ল্ড ইনসাইড

সানগ্লাসের জন্য জরিমানা গুনলেন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

স্রেফ একজোড়া সানগ্লাসের জন্য কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করেছে দেশটির এথিকস কমিশন।

কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইন ভঙ্গের দায়ে তাঁকে এই জরিমানা করেছে দেশটির সংসদীয় নীতি পর্যবেক্ষক সংস্থা এথিকস কমিশন।

একজোড়া সানগ্লাস গিফট হিসেবে নেওয়ার পর তা যথাসময়ে ঘোষণা না দিয়ে দেশের প্রচলিত কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইন ভঙ্গ করেছেন ট্রুডো। সানগ্লাসটি উপহার হিসাবে নেওয়ার পর ৩০ দিনের মধ্যে তা ঘোষণা করতে ব্যর্থ হন ট্রুডো। আর সে কারণেই তাকে জরিমানা করা হয়েছে। এথিকস কমিশনার মারিও ডনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো এই খবর দিচ্ছে।

ট্রুডোর প্রেস সেক্রেটারি এলিনোর ক্যাটেনারো এক ই-মেইল বার্তায় বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছেন, আসলে গিফটটি হাতে পাওয়ার পর ৩০ দিনেও তার ঘোষণা দেওয়া হয়নি, যা ছিলো স্রেফ এক প্রশাসনিক ভুল।

তবে কনফ্লিক্ট অব ইন্টরেস্ট-এর আওতায় কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ধরা পড়া এটাই প্রথম নয়। ২০১৬ সালেও তাঁর বিরুদ্ধে রুল জারি করা হয়েছিলো ক্রিসমাসের ছুটি কাটাতে প্রাইভেট হেলিকপ্টারে চেপে আগা খান আয়ল্যান্ডে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রভাব খাটিয়েই তিনি ওই হেলিকম্পার যাত্রা করেছিলেন বলে ধারণা করা হয়।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭