ইনসাইড গ্রাউন্ড

জাপানের জন্য প্রস্তুত সেনেগাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

গ্রুপ ‘এইচ’ থেকে নিশ্চিতভাবে ফেভারিট ছিল পোল্যান্ড ও কলম্বিয়া। কিন্তু অঘটনের এই বিশ্বকাপে পাশা বদলে এই দুই দল এখন খাঁদের কিনারায়। দৃশ্যপটে জাপান ও সেনাগাল। আজ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে এই দুই দল।

আজকের ম্যাচের উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। সেই সঙ্গে অর্জন করেছে মূল্যাবান তিন পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে জাপান ২-১ গোলে হারায় কলম্বিয়াকে। আর সেনেগালও একই ব্যবধানে হারিয়েছে পোল্যান্ডকে। তাই আজ একাটেরিনবার্গ এরিনাতে যেই জিতবে সেই চলে যাবে পরের রাউন্ডে।

আবার দুই দলই তাঁদের প্রথম ম্যাচে ভাগ্যের সহায়তা পেয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচের চার মিনিটেই কার্লোস সানচেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।  অপরদিকে পোল্যান্ডের বিপক্ষে সেনেগালকে সাহায্য করেছে পোলিশ ডিফেন্ডার থিয়াগো চিওনেকের আত্মঘাতী গোল। সেনেগালের পক্ষে জয়সূচক গোলটি করেছেন এম’বায়ে নিয়াং। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করা এই সেনেগাল তারকা ব্লু-সামুরাইদের যেকোনো মুল্যেই জিততে চান।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭