ইনসাইড গ্রাউন্ড

কেইনের সামনে রেকর্ডের হাতছানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে পানামা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নজরে থাকবেন যারা
সেরা সময়ের মধ্যে আছেন কেইন। গত ম্যাচে হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে জয় পায় ইংল্যান্ড। প্রথম ম্যাচেই দুর্দান্ত দুইটি গোল করে নিজের নামের প্রতি সুবিচার করেন। আজকের ম্যাচে কেইনের সামনে রয়েছে একটি রেকর্ডের হাতছানি। আজ গোল করলেই ১৯৬২ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করবেন কেইন।  শেষ চার ম্যাচে তিনি ৫টি গোলের দেখা পেয়েছেন ইংলিশদের হয়। আজ দ্বিতীয় ম্যাচে গোল করতে পারলেই নিজেদের রেকর্ড বুকে নাম লিখাবেন তিনি।

দলে খুব বড় তারকা না থাকলেও পানামার রয়েছে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ লড়বে ইংল্যান্ডের বিরুদ্ধে। একতাকে শক্তি মেনেই শেষ দেখে নিতে চাইবে কেইনদের। পানামার সবচেয়ে বড় তারকা ডিফেন্ডার রোমান তোরেস। ডিফেন্ডার হলেও তাঁর রয়েছে গোল দেওয়ার বিশেষ ক্ষমতা। বাছাই পর্বে তিনি পানামার হয়ে দ্বিতীয় সেরা গোল স্কোরার।


বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর 





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭