ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

প্রতি বছরের মতো এবছরও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিখ্যাত সাময়িকী ফরচুন ৫০০ দেশটির বৃহত্তম ৫০০ করপোরেশনের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষ স্থানটি টানা ৬ষ্ঠ বারের মতো নিজেদের দখলে রেখেছে ওয়ালমার্ট। এছাড়া অ্যাপল ও অ্যামাজনের নামও এ তালিকায় উঠে এসেছে।

১. ওয়ালমার্ট

ফরচুনে প্রকাশিত প্রতিবদেন থেকে জানা যায়, ওয়ালমার্টের বার্ষিক বিক্রয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার যা ২০১৬ সালের তুলনায় ৩ শতাংশ বেশি।  প্রতিষ্ঠানটির বার্ষিক লভ্যাংশ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।

২. এক্সন মোবিল

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ তেল কোম্পানি এক্সন মোবিল আছে তালিকার দ্বিতীয় স্থানে। বছরে তাদের রেভেন্যু প্রায় ২৫০ বিলিয়ন ডলার। ২০১৬ সালের থেকে তাদের রেভেন্যু বেড়েছে ১৭ শতাংশের বেশি। প্রতিষ্ঠানটির বার্ষিক লভ্যাংশ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। গতবছর তারা ছিল তালিকার চারে।

৩. বার্কশায়ার হ্যাথাওয়ে

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকরপোরেটেড-কে ফরচুন রেখেছে তালিকার তিনে। ২০১৬ সালের তুলনায় তাদের বিক্রয়লব্ধ আয় বেড়েছে ৮ শতাংশের বেশি। ফরচুনের প্রতিবেদন বলছে, তাদের বর্তমান রেভেন্যু ২৪২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

৪. অ্যাপল

২০১৬ সালে অ্যাপল যুক্তরাষ্ট্রের বৃহত্তম করপোরেশন গুলোর মধ্যে ৩য় অবস্থানে ছিল। তবে বার্ষিক বিক্রয় ৬ শতাংশ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এখন ৪র্থ স্থানে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয় প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক লভ্যাংশ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

৫. ইউনাইটেড হেল্‌থ গ্রুপ

ফরচুনের তালিকার পাঁচে থাকা ইউনাইটেড হেল্‌থ গ্রুপের বার্ষিক লভ্যাংশের পরিমান ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০১৬ সালের তালিকায় তাদের অবস্থান ছিল ছয়ে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী তাদের বিক্রয়লব্ধ আয়ের পরিমান ২০০ বিলিয়ন ডলারের বেশি।

৬. ম্যাককেসন

ফরচুনের গত বছরের তালিকায় এই প্রতিষ্ঠানটির অবস্থান ছিল পাঁচে। তবে এবছর তারা একধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে এসেছে। বার্ষিক বিক্রয়ের পরিমান প্রায় ১৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালের তুলনায় তাদের বিক্রয় বেড়েছে ৩%।

৭. সিভিএস হেল্‌থ 

সিভিএস হেল্‌থের গত এক বছরের আয় প্রায় ১৮৫ বিলিয়ন মার্কিন ডলার। কোম্পানিটির লভ্যাংশ ৬৬ বিলিয়ন ডলারের বেশি। ফরচুনের আগের তালিকায়ও তাদের অবস্থান ছিল সাতে।

৮. অ্যামাজন ডটকম

যুক্তরাষ্ট্রের বৃহত্তম করপোরেশন গুলোর মধ্যে অ্যামাজন.কম অন্যতম। এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের শীর্ষ দশ করপোরেশনের মধ্যে জায়গা করে নিয়েছে। আগে এর অবস্থান ১২তম থাকলেও গত দুই বছরে ৭০ বিলিয়ন বার্ষিক বিক্রয় বৃদ্ধি পাওয়ায় এটি এখন ৮ম স্থানে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয় ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক লভ্যাংশ প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার।

৯. এটি অ্যান্ড টি

ফরচুনের গত বছরের তালিকার থেকে একধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে এটি অ্যান্ড টি। বার্ষিক বিক্রয়ের পরিমান ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০১৬ সালের তুলনায় তাদের বিক্রয় বেড়েছে ২%।

১০. জেনারেল মোটরস

প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয় প্রায় ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার যা ২০১৬ সালের তুলনায় ৫ শতাংশ কম। গতবছরের তালিকায় জেনারেল মোটরস এর অবস্থান আটে থাকলেও এবার তারা দশে নেমে গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭