ইনসাইড গ্রাউন্ড

মেসিকে পেলেই জ্বলে উঠেন মুসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছে শেষ ম্যাচ নাইজেরিয়ার সঙ্গে জয়ের ওপর। স্বাভাবিক ভাবেই মেসির দিকে সবাই তাকিয়ে থাকলেও আরেক জনের নাম উঠে আসছে সবার আলোচনায়। তিনি হচ্ছেন নাইজেরিয়া আহমেদ মুসা। 

ম্যাচের আগেই তাঁকে ঘিরে এ রকম আলোচনার পিছনে অবশ্যই যুক্তি রয়েছে। দুটি বিশ্বকাপে সুযোগ পেয়েই গোল করেছেন তিনি। কিন্তু সব কিছু পিছনে ফেলে এই স্ট্রাইকার যে লিওনেল মেসির দুই দল আর্জেন্টিনা ও বার্সেলোনাকে পেলেই ঝলসে ওঠেন! ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে পোর্তো আলেগ্রেতে গ্রুপ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের মুসার দল। সুপার ইগলরা হারলেও দুইটি গোলই আসে মুসার পায়ে থেকে। ২০১৫-১৬ ফুটবল মৌসুমে মেসির বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে লিস্টার সিটির হয়ে তিনি খেলেন মুসা। ৪-২ গোলের হারলেও তিনি আবারও দলের হয়ে দুটি গোল করেছিলেন।

তাই বাঁচামরার ম্যাচে অবশ্যই তিনি আবারও জ্বলে উঠতে চাইবেন। নাইজেরিয়ার সামনে রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে নাইজেরিয়াকে হারাতে হবে মেসিদের। তাই শেষ ম্যাচে তিনি চাইবেন জ্বলে উঠতে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭