ইনসাইড গ্রাউন্ড

রোনালদো-লুকাকুকে টপকে শীর্ষে কেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকুকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেইন।  আজ পানামাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল ইংলিশরা। আর এই হ্যাটট্রিক করে চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক এখন কেইন। দুই ম্যাচের তাঁর গোলের সংখ্যা ৫।

কেইন ম্যাচের ২২, ৪৫(+১) এবং ৬২ মিনিটে এই তিনটি গোল করেন কেইন। যার মধ্যে দ্বিতীয় গোলটি ছিল প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে।  

ফলে তিন গোল করার মধ্য দিয়ে পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রেড ডেভিল স্ট্রাইকার লুকাকুকে ছাড়িয়ে গেলেন কেইন। রোনালদো স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। আর দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে করেন এক গোল, সব মিলিয়ে দুই ম্যাচে চার গোল। আর লুকাকুও দুই ম্যাচ খেলে করলেন চার গোল। প্রথম ম্যাচে পানামার বিপক্ষে দুই এবং আজ বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে করলেন দুই গোল। আর কেইন তিউনিসিয়ার বিপক্ষে দুই গোল এবং আজ পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেন। দুই ম্যাচ মিলিয়ে এখন তাঁর গোল সংখ্যা ৫ গোল।

সেই সঙ্গে জিওফ হার্স্ট এবং গ্যারি লিনেকারের পর তৃতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন হ্যারি কেইন। এর আগে ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে জিওফ হার্স্ট এবং ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্যারি লিনেকার হ্যাটট্রিক করেছিলেন।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭