ইনসাইড গ্রাউন্ড

সেয়ানে সেয়ানে লড়ছে জাপান-সেনেগাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

প্রথমার্ধ শেষে জাপান ও সেনেগাল ১-১ গোলে সমতায় রয়েছে। সেনেগালের পক্ষে গোল করেন সাদিও মানে। জাপানের হয়ে গোল করেন তাকাশি ইনুই।  

খেলার শুরু থেকেই সেনেগাল কিছুটা আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক অ্যাটাকে প্রায় দিশেহারা হয়ে পারে জাপানের ডিফেন্স। সেই সুবাদে সাদিও মানে দলের পক্ষে গোল করে সেনেগালকে এগিয়ে দেন।

এগিয়ে যাওয়া সেনেগাল গোল করে চাপমুক্ত হয়ে যায়। এতেই জাপান কিছুটা চেপে ধরতে চেষ্টা করতে থাকে সেনেগালকে। দিশেহারা জাপান আক্রমণের চেষ্টা চালাতে থাকলেও আক্রমনভাগের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিলো না। কিন্তু ৩৪ মিনিটে অবশ্য সেই সুযোগ পেয়ে যায় জাপান। তাকাশি ইনুই বাম দিক থেকে এসে কোনাকোনি শটে সেনেগালের গোলকিপারকে পরাস্ত করেন। তাকাশির গোলে সমতায় ফিরে জাপান।

প্রথমার্ধ শেষে দুই দল ১-১ এ সমতায় রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭