ইনসাইড গ্রাউন্ড

ইরান-পর্তুগাল-স্পেন, কে যাবে পরের রাউন্ডে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2018


Thumbnail

গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পর্তুগাল। কিন্তু এরপরেও যেন স্বস্তিতে নেই তারা। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের সামনে ইরান। ড্র করলে কোনো চিন্তা নেই রোনালদোদের। কিন্তু হেরে গেলে কাটতে হতে পারে বাড়ি ফেরার টিকেট। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে স্পেন মাঠে নামবে মরক্কোর বিপক্ষে।

২ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র ২ নম্বরে রয়েছে পর্তুগাল। আর ২ ম্যাচে ইরানের পয়েন্ট ৩। পর্তুগাল ম্যাচ ড্র বা জিতলেই শেষ ষোলোতে যাবে। তবে কাল ইরানকে জিততেই হবে পরের রাউন্ডেযেতে হলে। পর্তুগালকে আশা দেখাচ্ছে ইতিহাস। ২০০৬ বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল পর্তুগাল। আবার বিশ্বকাপের মতো আসরে ইউরোপের দলগুলির বিপক্ষে ইরানের রেকর্ড ভাল নয়।  ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলা ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে এশিয়ার দলটি। তবে দ্বিতীয় রাউন্ডে গেলে এটাই হবে বিশ্বকাপে ইরানের সেরা ফল ।

অন্যম্যাচে স্পেন নামবে বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়া মরক্কোর বিপক্ষে। সেই ম্যাচে স্পেন জিতলে বা ড্র করলেই চলে যাবে পরের রাউন্ডে।

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ
দ্বিতীয় রাউন্ডে যেতে পর্তুগালের এক পয়েন্ট দরকার। তবে ইরানের কাছে হারলেও পরের রাউন্ডে যাবেন রোনালদোরা। তবে তখন স্পেনকে বড় ব্যবধানে হারতে হবে। কিন্তু নক আউট পর্বে যেতে গেলে ইরানকে জিততেই হবে পর্তুগালের বিপক্ষে। আর স্পেন জিতলে বা ড্র করলেই চলে যাবে পরের রাউন্ডে। যদি স্পেন হেরে যায় তাহলেও তারা পরের রাউন্ডে যাবে। তবে তখন ইরানকে হারতেই হবে।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭