ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনার ‘মৃত্যু’তে এক মিনিট নীরবতা পালন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/06/2018


Thumbnail

আর্জেন্টাইনরা আশায় বুক বেঁধেছিল- মেসির নেতৃত্বে ৩২ বছরের বিশ্বকাপ-খরা মেটাবে। কিন্তু শুরুতেই হোঁচট। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং পরের ম্যাচের ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের লজ্জাজনক পরাজয়। এ শোক তারা সইবে কেমন করে। এ যেন স্বজন হারানোর দুঃখ। মানতেই পারছে না আর্জেন্টাইনরা।

তাই এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়কে মৃত্যুর সঙ্গে তুলনা করে এক মিনিট নীরবতা পালন করল আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল।

ঘটনাটি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের পরের দিনের। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলের বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠানের আলোচকেরা এমন অবাক কাণ্ডই করেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন লজ্জাজনক হারে, তাঁরা হয়তো ধরেই নিয়েছেন বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার। আর এটা তো আর্জেন্টিনার ফুটবলেরই মৃত্যু!

তবে আর্জেন্টিনার এখনও আশা আছে। তবে সেই আশাও অনেক ‘যদি, কিন্তু’র ওপর দুলছে।  গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই হবে না, র অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে জিততে হবে আইসল্যান্ডের বিপক্ষে। তাহলেই মূমুর্ষ অবস্থায় থাকা আর্জেন্টিনার ফুটবল আবার সুস্থ হয়ে উঠবে।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭