ইনসাইড বাংলাদেশ

৯ বছরে সৃষ্টি হয়েছে ৬ লাখ পদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/06/2018


Thumbnail

দেশের বেকার সমস্যা নিরসনে আওয়ামী লীগ সরকারের আওতায় গত নয় বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও সংস্থার বিভিন্ন ক্যাটাগরির রাজস্ব খাতে মোট ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ সৃষ্টি হয়েছে।

রোববার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

জন-প্রশাসন মন্ত্রী  বলেন, বেকার সমস্যা কমাতে সরকারের নেওয়া বহুমুখী উদ্যোগের ফলে বর্তমানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব পদের মধ্যে পুলিশের ৭৯ হাজার ২৪৯টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও লেবুখালী ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৯৬টি পদ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে নতুন পদ সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমান সরকার দক্ষ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নয় বছরে ছয় লাখ পদ ছাড়াও আরও ৫২ হাজার ৭৯টি পদ সৃষ্টির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭