ইনসাইড বাংলাদেশ

দায়িত্ব নিয়েছেন নতুন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/06/2018


Thumbnail

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল আজিজ আহমেদ। আজ সোমবার বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউলের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে গত ১৮ জুন আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জেনারেল আজিজ আহমেদ ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮১ সালের আগস্ট মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রামের স্কুল অব আর্টিলারিতে `অফিসার্স গানারি স্টাফ কোর্স` এবং ভারতের দেওলালীতে অবস্থিত স্কুল অব আর্টিলারি হতে `লং গানারি স্টাফ কোর্স` সম্পন্ন করেন।

জেনারেল আজিজ মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭