ইনসাইড বাংলাদেশ

সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/06/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।  

২৫ জুন সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেছেন। দূরপাল্লায় বিকল্প ড্রাইভার রাখতে এবং কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।’

প্রধানমন্ত্রীর বক্তব্য ও নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে। যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধতে হবে। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ করতে হবে। রাস্তায় সিগন্যাল মানতে হবে।’

প্রধানমন্ত্রী এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধান করেছেন।

সম্প্রতি ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭