ওয়ার্ল্ড ইনসাইড

বাস্তবের ‘মারদানি’!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/02/2017


Thumbnail

রানী মুখার্জি অভিনীত  ‘মারদানি’ সিনেমার শিভানি শিভাজি রয়ের চরিত্রই যেনো বাস্তবে ফুটিয়ে তুললেন রাজস্থানের ঢোলপুর থানার এসআই টিনু সোগরওয়াল।

বখাটেদের শায়েস্তা করতে  ছদ্মবেশে গার্লস কলেজের সামনে ঘোরা ফেরা করছিলেন টিনু। তাকে দেখে বাইকে ঘুড়ে বেড়ানো ‘রোড সাইড রোমিও’রা অশ্লীল মন্তব্য ছুঁড়ে দিলে কলার চেপে ধরে এক যুবকের গালে চড় কষিয়ে দেন টিনু। তারপর নিজের পুলিশি দক্ষতায় ও তার অন্য সহকর্মীদের সাহায্যে ধরে ফেলেন বখাটেদের।

চড়-থাপ্পড় দিয়ে হাতেনাতে যুবকের অপরাধের সাজা চুকিয়ে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে কোনও গুরুতর আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথমবার কেবল চড়-থাপ্পড় দিয়েই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও তারা না শুধরালে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। এখন কয়েকটা দিন নিশ্চিন্তে রাস্তায় হাঁটাচলা করতে পারবেন বলে জানায় এলাকার মেয়েরা।

এদিকে যার কারণে এ সব সম্ভব হয়েছে সেই টিনু বলেন “ আমি আমার কর্তব্য করেছি মাত্র। ভবিষ্যতে দরকার হলে আবার এমন করবো।"

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই রাজস্থানের শহর ঢোলপুরের এসপি-র অফিসে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, শহরের গার্লস স্কুল এবং কলেজের সামনে কিছু ‘বাইকবাজ’ যুবকের আনাগোনা বাড়ছে। স্কুল বা কলেজর ছাত্রীদের অতিরিক্ত উত্যক্ত করছে তারা। মেয়েরা রাস্তায় বের হলেই তাদের দিকে ছুড়ে দিচ্ছে অশালীন মন্তব্য।

কয়েক বার এই সমস্ত রোডসাইড রোমিওদের শায়েস্তা করতে মেয়েদের স্কুল কলেজের সামনে পুলিশ পোস্টিং করা হয়েছিল। কিন্তু খাকি উর্দিধারী পুলিশকে দেখেই রোমিওরা সতর্ক হয়ে যেত। আর তাই এভাবেই বখাটেদের ধরার পন্থা নেয় ঢোল্পুর পুলিশ।


বাংলা ইনসাইডার/এসএফ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭