ইনসাইড আর্টিকেল

বুড়ো আঙুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/03/2017


Thumbnail

বুড়ো আঙুল
ভোজনবিলাসী একলোক স্যুপের অর্ডার দিয়েছেন।
ওয়েটার স্যুপ নিয়ে এলে ভদ্রলোক বললেন, ‘তোমার বুড়ো আঙুল আমার স্যুপে ডুবে আছে!’
–ভয় নেই স্যার। আপনার স্যুপ তেমন গরম না।

দ্বিতীয় সেরা খিচুরি
এক লোক নতুন রেস্টুরেন্ট খুলছে, রেস্টুরেন্টের অন্যতম আইটেম খিচুরি।
এক কাস্টোমার একদিন দোকানের মালিককে বলল, ভাই, আপনার এখানকার খিচুরি কেমন?
মালিক -” আমার খিচুরি ঢাকার দ্বিতীয় সেরা খিচুরি।
কাস্টোমার – তাহলে প্রথম সেরা কোনটা?
মালিক – বাকি সবগুলা।

কোন আমলের?
এক ভদ্রলোক একবার এক হোটেলে ঢুকে মাংস রুটির অর্ডার দিলেন। বয় মাংস রুটি এনে তার সামনে রাখল। ভদ্রলোক এক টুকরা মাংসে কামড় দিয়েই সোজা ম্যানেজারের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন–
ভদ্রলোকঃ আপনাদের এই হোটেলটা খুব পুরানো, তাই না ?
ম্যানেজারঃ হ্যা, এই বাড়িটা মুঘল আমলের আর এ বাড়িতে হোটেল ব্যবসা চলছে সেই ব্রিটিশ আমল থেকেই !
ভদ্রলোকঃ মুঘল আমল, ব্রিটিশ আমল সবই বুঝলাম, কিন্তু বয় যে মাংসটি দিয়ে গেল সেটি কোন আমলের?

বাংলা ইনসাইডার/এমএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭