ইনসাইড বাংলাদেশ

‘সবাইকে নিয়ে কাজ করতে চাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2018


Thumbnail

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, নিজের কর্মপ্রণালী নিয়ে তিনি প্রচণ্ড আশাবাদী। আর গাজীপুরের উন্নয়নে সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান।

আজ বুধবার দুপুরে নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে একথা বলেন।

জাহাঙ্গীর আলম আরও বলেন, গাজীপুরকে সবুজ পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে সবাইকে ঐক্যবদ্ধ করে তুলতে বদ্ধ তিনি পরিকর। তিনি আরও বলেন, এখানে ইজতেমা হয়, এটি একটি ভালো শহর। এই গাজীপুর শহরে দুর্নীতির কোনো স্থান নেই। এ শহরের জনগণ দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয় না।

নবনির্বাচিত মেয়র আরও বলেন, নির্বাচন প্রত্যাখান করায় এবং নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিএনপি নিজেরাই নিজেদের অবস্থানকে ছোট করছে, অপমানিত হচ্ছে। সামনে আরও রাজনীতি আছে, তাই গাজীপুরের উন্নয়নের সহযোগিতার জন্য তিনি সবার কাছে যাবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবাইকে নিয়ে গাজীপুরের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন জাহাঙ্গীর আলম। সবাইকে নিয়ে গাজীপুরের অপ্রাপ্তি ঘোচাতে চান এই তরুণ মেয়র।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭