ইনসাইড বাংলাদেশ

হলি আর্টিজান হামলা: অনুমোদনের জন্য চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/07/2018


Thumbnail

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার চার্জশিট সন্ত্রাসবিরোধী আইনে অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি)। আজ রোববার সকালে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই জঙ্গি হামলার দ্বিতীয় বছর পূর্তির ক্ষণে সিটিটিসি এই চার্জশিট জমা দিল।

দীর্ঘ তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ত ২১ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এই ২১ জঙ্গির মধ্যে ৫ জন সরাসরি হলি আর্টিজান হামলায় মারা গেছে। পরবর্তীতে আরও ৮ জন বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। যে ৮ জন এখনো জীবিত আছে, তাদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়ার কথা আছে পুলিশের।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ২ বাংলাদেশি নাগরিক নিহত হন। রাতভর রেস্তোরাটি জঙ্গিদের হাতে জিম্মি ছিল। পরদিন সকালে সেনাবাহিনীর থান্ডারবোল্ট অপারেশনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭